শিরোনাম
চট্টগ্রাম, ২১ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় গ্যাস সিলিন্ডারের গুদামে বিস্ফোরণের চারদিন পর দগ্ধ দুইজনের চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মৃতরা হলেন- চন্দনাইশের ছৈয়দাবাদ এলাকার মো. ইদ্রিস (২৬) ও কক্সবাজার জেলার মো. ইউসুফ (৩০)।
আজ রোববার ভোরে ঢাকার বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। তাদের লাশ বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে বলে মৃত ইদ্রিসের ছোট ভাই আবু তালহা জানিয়েছেন।
একই ঘটনায় আহত হয়েছেন গ্যাস সিলিন্ডার দোকানের মালিক মাহাবুবুল আলম (৪৭), মোহাম্মদ আকিব (১৭), মো. হারুন (২৯), মো. কফিল (২২), মো. রিয়াজ (১৭), মো. সৌরভ রহমান (২৫), মো. লিটন (২৮) ও মো. ছালেহ (৩৩)। তারা চট্টগ্রাম ও ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।
এর আগে গত ১৭ সেপ্টেম্বর ভোর সাড়ে ৬টার দিকে চন্দনাইশ ও সাতকানিয়ার সীমান্তবর্তী চরতী চর এলাকায় একটি গ্যাস সিলিন্ডারের গুদামে বিস্ফোরণ ঘটে। এতে দোকানের মালিক ও শ্রমিকসহ ১০ জন দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর চারজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্থানান্তর করা হয়।