বাসস
  ০৮ আগস্ট ২০২৫, ১৩:১৭

রাজবাড়ীতে পদ্মায় তীব্র স্রোতে ফেরি চলাচলে বাধা

ছবি : বাসস

মোশারফ হোসেন

রাজবাড়ী, ৮ আগস্ট ২০২৫ (বাসস): উজান থেকে নেমে আসা ঢল আর কয়েক দিনের টানা বর্ষণে পদ্মা নদীতে পানির প্রবাহ বেড়ে তীব্র স্রোতের সৃষ্টি হয়েছে। এতে দেশের দক্ষিণ অঞ্চলের প্রবেশদ্বার রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটছে। নদী পাড়ি দিতে ফেরিগুলোর আগের চেয়ে প্রায় দ্বিগুণ সময় লাগছে। এতে জ্বালানি খরচ বৃদ্ধির পাশাপাশি ভোগান্তি বেড়েছে যাত্রীদের।  

আজ শুক্রবার সরেজমিনে দেখা যায়, সকাল থেকে ঘাট এলাকায় ভিড় দেখা গেছে। পাটুরিয়া থেকে দৌলতদিয়া ফেরি পারাপারে স্বাভাবিক সময়ের চেয়ে অনেক বেশি সময় লাগছে। 

এসময়  বাসযাত্রী রকিব হাসান জানান, প্রায় ঘণ্টা খানেক ফেরিতে  দাঁড়িয়ে ছিলাম। তীব্র স্রোতের কারণে ফেরি পার হতে সময় লাগছে।  

ওপর যাত্রী বাচ্চু মিয়া জানান, আগে পার হতে প্রতিটি ফেরি সময় লাগতো ৩০ থেকে ৩৫ মিনিট এখন সেখানে এক ঘণ্টারও বেশি সময় লাগছে। নদীতে স্রোতের তীব্রতার কারণে এমনটা হচ্ছে।

এর আগে বৃহস্পতিবার  সন্ধ্যায়  নদী পারের আজিজ  মন্ডল জানান, সন্ধ্যার দিকে বালু বোঝাই একটি বলগেট ৫ নম্বর ফেরি ঘাটের   পল্টুনের সঙ্গে বাধা ছিল। তীব্র স্রোতের কারণে বলগেটের দড়ি ছিঁড়ে পেছনের একটি কার্গোর সঙ্গে ধাক্কা খেয়ে সেটি নদীতে তলিয়ে যায়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক মো. সালাউদ্দিন জানান, নদীতে পানি বাড়ার কারণে স্রোতের গতি বেড়েছে। এতে করে ফেরিগুলো ঘাটে ভিড়তে ও পার হতে সময় লাগছে দ্বিগুণ। বর্তমানে ১৪টি ফেরি সচল থাকলেও সময়মতো পারাপার সম্ভব হচ্ছে না।

ফেরি চলাচলে এই ধীরগতির কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন পণ্যবাহী ট্রাকচালক ও বাসের যাত্রীরা। সময়মতো গন্তব্যে পৌঁছাতে না পারায় তাদের ভোগান্তিতে পড়তে হচ্ছে বলে জানান ভুক্তভোগীরা।