বাসস
  ০৮ আগস্ট ২০২৫, ১১:২১
আপডেট : ০৮ আগস্ট ২০২৫, ১৩:২২

‘বাকিতে মাদক না দেওয়ায়’ ছুরিকাঘাতে হত্যা, গ্রেফতার ১

ঢাকা, ৮ আগস্ট, ২০২৫ (বাসস): রাজধানীর বংশালে ‘বাকিতে ইয়াবা না পেয়ে’ ছুরিকাঘাতে হত্যার ঘটনায় মো. জীবন মিয়া (৩০) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বংশাল থানা পুলিশ বৃহস্পতিবার কেরানীগঞ্জ থানার কালাতিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। সেসময় হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকুটিও উদ্ধার করা হয়।

ডিএমপির মিডিয়া ও জনসংযোগ বিভাগের উপ পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান।

এতে বলা হয়, গত বুধবার সকাল ৮টার দিকে বংশাল থানার মালিটোলা এলাকার ৪৮ নম্বর গোলক পাল লেনে মাদক বিক্রেতা হীরার কাছে বাকিতে দুই পিস ইয়াবা চান আটক জীবন মিয়া। কিন্তু হীরা রাজি না হওয়ায় দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ধারালো ছুরি দিয়ে হীরার বাম গাল, বুক এবং পেটে একাধিকবার আঘাত করে পালিয়ে যায় জীবন। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই ভুক্তভোগী মারা যান।

ওই ঘটনায় বংশাল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। এরপর পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত জীবন মিয়াকে গ্রেফতার করে। 

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গ্রেফতারের পর আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জীবন মিয়া হত্যার দায় স্বীকার করেছেন।