বাসস
  ০৮ আগস্ট ২০২৫, ১১:১৮
আপডেট : ০৮ আগস্ট ২০২৫, ১১:২৫

চাঁদপুর ছেংঙ্গারচরে বিএনপির বিজয় র‌্যালি ও সমাবেশ

ছবি: বিএনপি মিডিয়া সেল

চাঁদপুর, ৮ আগস্ট, ২০২৫ (বাসস): জেলার ছেংঙ্গারচর পৌরসভায় বিএনপির বিজয় র‍্যালি ও সমাবেশ নেতা-কর্মী ও জনতার ঢল নামে।

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫ আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষ্যে বৃহস্পতিবার এ বিজয় র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুলাই-আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে মতলবে শহীদ পারভেজ ও শহীদ দীন ইসলামের বাবা।

এছাড়াও স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা বিজয় মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন।

বিএনপির মিডিয়া সেলের ফেইসবুক পেইজে এ তথ্য প্রকাশ করা হয়েছে।