বাসস
  ০৮ আগস্ট ২০২৫, ১০:২৬
আপডেট : ০৮ আগস্ট ২০২৫, ১১:২৪

ঔষধ শিল্প সমিতির নেতাদের সঙ্গে বিএনপি মহাসচিবের বৈঠক

ছবি: বিএনপি মিডিয়া সেল

ঢাকা, ৮ আগস্ট, ২০২৫ (বাসস): বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির নেতারা রাজধানীর গুলশানে চেয়ারপার্সনের কার্যালয়ে বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন।

বৃহস্পতিবার রাতে বৈঠকে উপস্থিত ছিলেন সমিতির সভাপতি ইনসেপটা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মুক্তাদির; মহাসচিব ডেল্টা ফার্মা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা. মো. জাকির হোসেন; স্কয়ার ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান তপন চৌধুরী; সহ-সভাপতি কায়সার কবির; যুগ্ম সম্পাদক এম মহিবুজ্জামান এবং নির্বাহী কমিটির সদস্য মিসেস সিমিন রহমান।

বৈঠকে আরো অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং সাবেক প্রতিমন্ত্রী ও একমি ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান মিজানুর রহমান সিনহা।

বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেইজে এ তথ্য প্রকাশ করা হয়েছে।