বাসস
  ০৭ আগস্ট ২০২৫, ২২:৪৫

৩১ অক্টোবরের মধ্যে ১৮ বছর পূর্ণ হলে ভোটার হবেন: ইসি সানাউল্লাহ

নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ (অব:)। ফাইল ছবি

ঢাকা, ৭ আগস্ট, ২০২৫ (বাসস): আগামী ৩১ অক্টোবর পর্যন্ত যাদের বয়স ১৮ বছর পূর্ণ হবে তারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ (অব:)।

আজ বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) নবম সভা শেষে তিনি এ তথ্য জানান।

সভা শেষে ইসি সানাউল্লাহ বলেন, ‘প্রধান উপদেষ্টা আমাদের নির্বাচনের ব্যাপারে সুনির্দিষ্ট সময় ঘোষণা করেছেন। সেটার আলোকে আমরা আলোচনা করেছি, কত তারিখ পর্যন্ত ভোটার তালিকাভুক্ত করতে পারবো। 

আপনারা জানেন যে ভোটার তালিকা আইনেও আমরা সামান্য সংশোধন প্রস্তাব করেছিলাম। যেটা উপদেষ্টা পরিষদ অনুমোদন করেছে। ফলশ্রুতিতে এখন আমরা বছরের মাঝখান থেকেও ভোটারদেরকে নিতে পারবো। 

নবীন ভোটারদের জন্য এটা একটা সুখবর। আমরা আজকে যেটা প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়েছি,আশা করি আগামী ৩১ অক্টোবর পর্যন্ত যাদের বয়স ১৮ বছর পূর্ণ হবে তাদেরকে আমরা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করব। 

অর্থাৎ এই বছরের ৩১ অক্টোবর পর্যন্ত যারা ভোটার হবেন, তাদেরকে আমরা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে পারবো বলে আশা রাখি। এসব নতুন ভোটার আগামী নির্বাচনে ভোট দিতে পারবেন। এক্ষেত্রে প্রত্যেক মাসে ২ লাখ ভোটার যদি হয় তাহলে সর্বোচ্চ ১৮ থেকে ২০ লাখ নতুন ভোটার হতে পারে।’

তিনি আরো বলেন, ‘৪৪ লাখের মত যে ভোটাররা পহেলা জানুয়ারির আগেই ১৮ বছর বয়স হয়ে গেছেন তারা এই বছরের নতুন ভোটার না। সুতরাং এ কাজটাও আমরা সেরে রাখছি। আমরা ৩১ অক্টোবর পর্যন্ত নেব, যারা শুধু ২০২৫ সালের এই ১০ মাসের মধ্যে ১৮ বছর বয়স হয়েছে। এই সময়ের মধ্যে যারা ভোটার হবে তারাই আগামী সংসদ নির্বাচনে ভোট দিবে।’

বর্তমানে ১২ কোটি ৩৭ লাখের বেশি ভোটার রয়েছে তালিকায়; হালনাগাদে বাদ পড়া আরও সাড়ে ৪৪ লাখের মতো যুক্ত হবে এবং মৃতদের বাদ দেওয়া হবে। এটা চূড়ান্ত হবে ৩১ আগস্ট।