বাসস
  ০৭ আগস্ট ২০২৫, ২১:১১
আপডেট : ০৭ আগস্ট ২০২৫, ২১:১৭

রাজশাহী মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে বক্তব্য রাখবেন  তারেক রহমান  

১০ আগস্ট অনুষ্ঠেয় রাজশাহী মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে বক্তব্য রাখবেন  তারেক রহমান । ছবি : বাসস 

রাজশাহী, ৭ আগস্ট, ২০২৫ (বাসস) : আগামী ১০ আগস্ট অনুষ্ঠেয় রাজশাহী মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে (ভার্চুয়ালি) প্রধান অতিথির বক্তব্য রাখবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।  

রাজশাহী জেলা ও মহানগর বিএনপি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলন আজ এ তথ্য জানানো হয়েছে। 

দ্বিবার্ষিক সম্মেলনের লক্ষ্যে গঠিত মিডিয়া সেল উপ-কমটি এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।

সংবাদ সম্মেলনে রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন বলেন, বিএনপির এই সম্মেলন উৎসবমুখর ও মিলন মেলায় পরিণত হবে। রাজশাহী মহানগরীর সাংগঠনিক ৭ টি থানা ও ৩৫টি ওয়ার্ডের সকল কাউন্সিলর ও ডেলিগেটসহ সকল নেতাকর্মী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। 

তিনি বলেন, বিগত দিনের সব ভেদাভেদ ভুলে বিএনপি এখন এক কাতারে। এই সম্মেলনে সাবেক বর্তমান সবাই উপস্থিত থাকবেন। ২০০৯ সালের পরে এই সম্মেলন হতে যাচ্ছে। তিনি বলেন, পতিত সরকার ১৭ বছর বিএনপিকে নির্যাতন করেছে। লাখ লাখ নেতাকর্মীদেরকে জেলে রেখেছে। 

সংবাদ সম্মেলনে রাজশাহী মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা, মতিহার থানা বিএনপির সাবেক সভাপতি আনসার আলী, বোয়ালিয়া থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রবিউল আলম মিলু, রাজশাহী মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আসলাম সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।