শিরোনাম
ঢাকা, ৭ আগস্ট, ২০২৫ (বাসস) : মাদকবিরোধী অভিযানকালে গতকাল রাতে রাজধানীর ফকিরাপুল এলাকা থেকে দুই মাদক ব্যবসায়ীকে ১ হাজার ৩৭৫ পিচ ইয়াবাসহ গ্রেফতার করেছে র্যাব-২।
গ্রেফতারকৃতরা হলো- খালেদ বাপ্পি (২২) ও শামীম ওরফে তাসকিন (২৪)।
র্যাব-২ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার খান আসিফ তপু আজ এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানিয়েছে, তারা দীর্ঘদিন যাবৎ সীমান্তবর্তী এলাকা থেকে স্বল্প মূল্যে মাদকদ্রব্য সংগ্রহ করে ঢাকাসহ রাজধানীর বিভিন্ন এলাকায় ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের কাছে অধিক মূল্যে বিক্রয় করছে।
তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় মাদকসহ বিভিন্ন মামলা রয়েছে। উপরোক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।