বাসস
  ০৭ আগস্ট ২০২৫, ১১:০৭
আপডেট : ০৭ আগস্ট ২০২৫, ১১:২০

বাংলাদেশে সামাজিক বিমা স্কিম প্রবর্তনে কর্মশালা অনুষ্ঠিত

ছবি: আইএলও

ঢাকা, ৭ আগস্ট, ২০২৫ (বাসস) : ‘জাতীয় সামাজিক বিমা স্কিম (এনএসআইএস)’ বাস্তবায়নের জন্য রোডম্যাপ তৈরির লক্ষ্যে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এই বিমা স্কিম দেশের শ্রমিকদের সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে।

বুধবার গাজীপুরের রাজেন্দ্রপুরে ব্র্যাক সিডিএম-এ অনুষ্ঠিত এ কর্মশালার আয়োজন করে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও), জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি), অস্ট্রেলিয়ান এইড ও রেপিড।

কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান বলেছেন, বাংলাদেশে ইতোমধ্যে শিশুশ্রম নিরসনে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং বিভিন্ন বেসরকারি সংস্থার সমন্বয়ে নানা উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।

তিনি বলেন, স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোর মতো কর আদায়ের হার বৃদ্ধি, শ্রমিক-মালিক অংশীদারিত্ব এবং টেকসই সামাজিক সুরক্ষা মডেল বাস্তবায়নের সম্ভাবনা রয়েছে বাংলাদেশে। এ লক্ষ্যে প্রাতিষ্ঠানিক কাঠামো শক্তিশালী করতে এবং ফরমাল ও ইনফরমাল খাতের শ্রমিকদের সামাজিক সুরক্ষার আওতায় আনার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

শ্রম সচিব আরও বলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন ও কেন্দ্রীয় তহবিলের সেবাগুলো দ্রুত ডিজিটালাইজেশনের মাধ্যমে আরও স্বচ্ছ ও কার্যকর করা প্রয়োজন। পাশাপাশি, আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে ইন্টারন্যাশনাল সোশ্যাল সিকিউরিটি অ্যাসোসিয়েশনের সদস্যপদ লাভের আগ্রহের কথাও জানান তিনি।

কর্মশালায় মন্ত্রিপরিষদ বিভাগ, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, শ্রম অধিদপ্তর, কলকারখানা পরিদর্শন অধিদপ্তর, সেন্ট্রাল ফান্ড ও শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিইএফ, বিজিএমইএ, বিকেএমইএ এবং বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।