বাসস
  ০৭ আগস্ট ২০২৫, ১০:৪৭

ফ্যাসিবাদ পতনের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির বিজয় র‌্যালিতে জনদুর্ভোগ, দুঃখ প্রকাশ

ঢাকা, ৭ আগস্ট, ২০২৫ (বাসস) : ফ্যাসিবাদ পতনের বর্ষপূর্তি উপলক্ষ্যে আয়োজিত বিজয় র‌্যালী চলাকালে ঢাকাবাসীকে যানজটে পড়ে দুর্ভোগ পোহাতে হয়েছে। এজন্য দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।

বিজ্ঞপ্তি থেকে জানা যায়, জুলাই গণঅভ্যুত্থানে ‘আওয়ামী ফ্যাসিবাদ’ পতনের প্রথম বর্ষপূর্তি উপলক্ষ্যে ৬ আগস্ট (গতকাল) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শাহবাগ পর্যন্ত বিজয় র‌্যালীর আয়োজন করা হয়। এতে অসংখ্য মানুষ অংশ নেন।

র‌্যালী চলাকালে সড়কে যানজটের কারণে রাজধানীবাসী ভোগান্তিতে পড়ে। অনাকাঙ্খিত এ দুর্ভোগের জন্য বিএনপি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।