বাসস
  ০৬ আগস্ট ২০২৫, ১৯:৪৫

এগারো মাদক মামলার আসামি সাদ্দাম হোরোইনসহ গ্রেফতার

ঢাকা, ৬ আগস্ট, ২০২৫ (বাসস): রাজধানীর সবুজবাগ থানা এলাকা থেকে হেরোইনসহ এগারো মাদক মামলার আসামি সাদ্দামকে (৩৬) আজ গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সবুজবাগ থানা পুলিশ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপ- পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে  বাসাবো এলাকার নাভানা সিলভার ডেল এর সামনে একজন মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য বিক্রির জন্য অবস্থান করছে বলে পুলিশ জানতে পারে। পরে অভিযান চালিয়ে ২৮ গ্রাম হেরোইনসহ সাদ্দামকে গ্রেফতার করা হয়। যার আনুমানিক মূল্য ত্রিশ হাজার টাকা।

এতে আরও বলা হয়, রেকর্ডপত্র পর্যালোচনায় গ্রেফতারকৃত সাদ্দাম একজন পেশাদার মাদক কারবারি বলো জানা যায়। তার বিরুদ্ধে রাজধানীর মুগদা থানায় নয়টি ও সবুজবাগ থানায় দুইটি মামলা রয়েছে।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।