শিরোনাম
রাজবাড়ী, ৬ আগস্ট ২০২৫ (বাসস): গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাজবাড়ীতে বিজয় মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
বিএনপির খৈয়াম গ্রুপের উদ্যোগে আজ বুধবার দুপুর ১২ টার দিকে এ মিছিল করা হয়। রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজের সামনে বকুল তলা থেকে মিছিলটি শুরু হয়ে আজাদী ময়দানে এসে শেষ হয়।
রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সভাপতি ও এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ামের নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক নেতা জনাব, মনজুরুল আলম দুলাল, আহসান হাবীব, খানখানাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ইকবাল হোসেন, বালিয়াকান্দি উপজেলার বহরপুরের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন খান।
আরও ছিলেন পাংশা কলেজের সাবেক অধ্যক্ষ মাহমুদুল হক রোজেন, জেলা যুবদলের আহ্বায়ক খায়রুল আলম বকুল, পাংশার বিএনপি নেতা মোঃ শওকত সর্দার, মৌরাট ইউনিয়নের সভাপতি হাবিবুর রহমান আযাদ।
প্রধান অথিতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম বলেন, আওয়ামী লীগ আমাদের অসংখ্য নেতাকর্মীকে হত্যা, নির্যাতন এবং গুম করার ভেতর দিয়ে ১৬ বছর আমদেরকে নিঃশেষ করার চেষ্টা করেছে কিন্তু পারেনি।
তিনি বলেন, আমাদের বীর সন্তানেরা তাদের বুকের তাজা রক্তের বিনিময়ে দেশকে স্বৈরাচার মুক্ত করেছে, হাজার হাজার ছাত্রজনতা আহত হয়েছে। আমরা তাদের জন্য দোয়া করি এবং শহীদের আত্মার মাগফেরাত কামনা করি।