বাসস
  ০৬ আগস্ট ২০২৫, ১৩:৫৩
আপডেট : ০৬ আগস্ট ২০২৫, ১৩:৫৯

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘জাগ্রত জুলাই’ কনসার্ট অনুষ্ঠিত

মঙ্গলবার রাজু ভাস্কর্য প্রাঙ্গণে ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে কনসার্ট অনুষ্ঠিত। ছবি : বাসস

ঢাকা, ৬ আগস্ট, ২০২৫ (বাসস) : ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে মঙ্গলবার সন্ধ্যায় রাজু ভাস্কর্য প্রাঙ্গণে ‘জাগ্রত জুলাই’ শীর্ষক এক জমজমাট কনসার্ট অনুষ্ঠিত হয়েছে। 

জুলাই যোদ্ধাদের সাহসিকতার প্রতি শ্রদ্ধা প্রদর্শন এবং ঐক্যের বার্তা দিতে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই কনসার্টের আয়োজন করে। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান কনসার্টের উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

জুলাই জাগ্রত কনসার্ট আয়োজন সংক্রান্ত কমিটির আহ্বায়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা এবং প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে কনসার্ট শুরু হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যান্ড সোসাইটি, ব্যান্ড দূর্গ, লালন ও ব্ল্যাক এই কনসার্টে পারফর্ম করে। 

শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যরা জমজমাট এই কনসার্ট উপভোগ করেন। 

কনসার্ট উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করা হয়। বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথগুলোতে বহিরাগত প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়। সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে বিপুল সংখ্যক শিক্ষার্থী কনসার্ট উপভোগ করেন।

উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান কনসার্ট উদ্বোধন করে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় সব সময় অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। ঐতিহাসিকভাবেই জাতির জন্য সব সময় এই কাজটি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। 

তিনি আরো বলেন, অনেক মানুষের আত্মত্যাগের বিনিময়ে আমরা আজ এই নতুন বাংলাদেশ পেয়েছি। আনন্দঘন ও মুক্ত পরিবেশে শিক্ষার্থীরা এই কনসার্ট উপভোগ করতে পারছে। 

সুশৃঙ্খলভাবে কনসার্ট আয়োজনের জন্য তিনি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা গণ-অভ্যুত্থানে আত্মত্যাগকারীদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বলেন, মাসব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন করছি। আমাদের তরুণরা জুলাই গণ-অভ্যুত্থানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। 

তিনি আরো বলেন, তারুণ্যের শক্তি ও সাহসকে কাজে লাগিয়ে আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই।

প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, কনসার্টের মধ্য দিয়ে তরুণ প্রজন্ম ইতিহাসের সবচেয়ে ভয়ংকর ফ্যাসিস্ট পতনের বর্ষপূর্তি উদযাপন করছে। 

এই উদযাপনের অনুরণন অনেকদিন ধরে শিক্ষার্থীদের মধ্যে থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সভাপতির বক্তব্যে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী গণ-অভ্যুত্থানের চেতনা সমুন্নত রেখে একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ বিনির্মাণের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।