বাসস
  ০৬ আগস্ট ২০২৫, ১০:১৩

ঝিনাইদহে কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির বিজয় মিছিল

মঙ্গলবার জুলাই গণঅভ্যুত্থান দিবসে কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির বিজয় শোভাযাত্রায় জনতার ঢল। ছবি : বাসস

ঢাকা, ৬ আগস্ট, ২০২৫ (বাসস): জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তিতে বিজয় মিছিল করেছে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি।

মঙ্গলবার এ মিছিলে নেতৃত্ব দেন জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমানে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ।

কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত বিজয় শোভাযাত্রায় জনতার ঢল নামে। বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ মানুষও এতে অংশ নেন।

দেশের সকল উপজেলা ও পৌরসভায় মঙ্গলবার এ কর্মসূচি পালন করে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এসব মিছিলে সাধারণ মানুষের ব্যাপক অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। এরই ধারাবাহিকতায় কালীগঞ্জের বিজয় মিছিলে জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা যায়।

বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেইজে এ তথ্য প্রকাশ করা হয়েছে।