শিরোনাম
ঢাকা, ৫ আগস্ট, ২০২৫ (বাসস) : মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. সাইফুল আলম ডেনিকে (৪২) যাত্রাবাড়ী থানা এলাকা গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যাত্রাবাড়ী থানা পুলিশ।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।
গতকাল সোমবার (৫ আগস্ট) দিবাগত রাত আনুমানিক দেড়টায় যাত্রাবাড়ীর শহীদ আল-ফারুক রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে যাত্রাবাড়ী থানার শহীদ আল-ফারুক রোড এলাকা থেকে সাইফুলকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সাইফুল আলম দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
সাইফুল আলমের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানার একটি মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থ দণ্ডের রায় দেয় আদালত।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।