শিরোনাম
ঢাকা, ৫ আগস্ট, ২০২৫ (বাসস) : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ১২ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি) ও কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।
গ্রেফতারকৃতরা হলেন- তেজগাঁও শিল্পাঞ্চল থানা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক মো. হাবিবুর রহমান (৬০), নোয়াখালী ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. জাহিদুল ইসলাম পারভেজ (৪৩), মিরপুর ১২ নং ওয়ার্ড আওয়ামী লীগ দপ্তর সম্পাদক মো. মজিবর রহমান (মেম্বার) (৪৭), আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ও ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক জিয়াউল হক জিয়া (৪০), নবাব কাটরা ইউনিট যুবলীগের সহসভাপতি মো. কলিম (৫২), কদমতলী থানা শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান উজ্জ্বল, চাঁদপুর জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি মো. রেদওয়ান খান বোরহান (৫০), ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক সোহানুর রহমান (৩৩), ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউল গনি কৌশিক (৩৪), কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এরশাদুর রহমান রিফাত (৩১), চুয়াডাঙ্গার জীবননগর পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম (৫৭) এবং ঢাকা মহানগর উত্তর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন পলাশ (৪২)।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।