শিরোনাম
ঢাকা, ৫ আগস্ট, ২০২৫ (বাসস) : ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)’র মিরপুর ট্রাফিক বিভাগ অভিযান চালিয়ে জাল ক্লিয়ারেন্স প্রস্তুতকারী চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতদের নাম-হুমায়ুন রশিদ (২৮) ও নুরুল ইসলাম সৈকত (২১)।
পরে, বিআরটিএ আদালত-৯ এর ম্যাজিস্ট্রেট তাসমিয়া জাইগীরের আদেশে তাদের ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সোমবার প্রসিকিউশন শাখায় ট্রাফিক ক্লিয়ারেন্সের জন্য জমা দেওয়া জিডি ও পুলিশ ক্লিয়ারেন্স কাগজে জাল সিল ও স্বাক্ষর ধরা পড়ে।
জিজ্ঞাসাবাদে আটককৃতরা বিআরটিএ সংলগ্ন একটি কম্পোজ দোকান থেকে ৭০০ টাকায় এসব ভুয়া কাগজ কেনেন বলে স্বীকার করে।
মিরপুর আর্মি ক্যাম্পের সহযোগিতায় এ যৌথ অভিযান চালিয়ে জাল কাগজ ও সিলসহ অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়।
জালিয়াতির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে জানিয়ে জনগণকে দালাল বা অবৈধ পন্থার আশ্রয় না নিয়ে সরকারি সেবা গ্রহণে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করার অনুরোধ করছে ডিএমপি।