বাসস
  ০৫ আগস্ট ২০২৫, ১৬:১৪

কেরানীগঞ্জে অবৈধ গ্যাস লাইন উচ্ছেদ: ৭ লাখ টাকার গ্যাস সাশ্রয়

ঢাকা, ৫ আগস্ট, ২০২৫ (বাসস): জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্দেশে মেঢাবিবি-২ এর জিনজিরা শাখার আওতায় কেরানীগঞ্জ মডেল থানাধীন পাঁচদোনা এবং আটি এলাকায় একটি উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।

সোমবার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা এবং জ্বালানি সম্পদের অপচয় রোধ করা উদ্দেশ্যে পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিজা খাতুন।

বিশেষ অভিযানে চারটি নামবিহীন কারখানায় অবৈধভাবে ব্যবহৃত গ্যাস সংযোগের সন্ধান পাওয়া যায় এবং সেগুলোকে তাৎক্ষণিকভাবে বিচ্ছিন্ন করা হয়। 

কারখানাগুলোর তিনটি ঢালাই কারখানা ও একটি তারের কারখানা।

কারখানাগুলোতে গ্যাস ব্যবহার করে বিভিন্ন ধরনের উৎপাদন কার্যক্রম চলছিল। প্রতিটি কারখানায় প্রতি ঘণ্টায় প্রায় ৮০০ ঘনফুট গ্যাস অবৈধভাবে ব্যবহার করা হচ্ছিল।

অভিযানের সময় অবৈধ গ্যাস সংযোগের জন্য ব্যবহৃত বিপুল পরিমাণ সরঞ্জাম জব্দ করা হয়। 

জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে- ৩টি বুস্টার, ১টি বার্নার, ১২০ ফুট জিআই পাইপ (৩/৪ ইঞ্চি) ও ৩০ ফুট হোস পাইপ।

এই উচ্ছেদ অভিযানের ফলে প্রতি মাসে আনুমানিক ২২ হাজার ৬১৭ ঘনমিটার গ্যাস সাশ্রয় হবে। এই সাশ্রয়কৃত গ্যাসের আর্থিক মূল্য প্রায় ৬ লাখ ৮৯ হাজার ৮২৫ টাকা।

এই ধরনের অভিযানগুলো কেবল গ্যাসের অবৈধ ব্যবহারই রোধ করে না, বরং দেশের মূল্যবান জ্বালানি সম্পদ রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।