বাসস
  ০৫ আগস্ট ২০২৫, ১৪:১০

আইজিপি’র ভুয়া ভিডিও স্টেটমেন্ট এআই দিয়ে তৈরি: পুলিশ হেডকোয়ার্টার্স

ঢাকা,  ৫ আগস্ট,  ২০২৫ (বাসস) : সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া আইজিপি’র ভুয়া ভিডিও স্টেটমেন্ট এআই (আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স) প্রযুক্তি দিয়ে তৈরি বলে জানিয়েছে পুলিশ হেডকোয়ার্টার্স।

পুলিশ হেডকোয়ার্টার্স থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ  কথা জানানো হয়।

এতে বলা হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি)’র  ছবি ব্যবহার করে এ আই জেনারেটেড ভয়েসে একটি ভুয়া ভিডিও ষ্টেটমেন্ট প্রকাশ করা হয়েছে।  ভিডিওটিতে আইজিপির স্থিরচিত্রের সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা (আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স) প্রযুক্তি ব্যবহার করে ভয়েস ক্লোনিংয়ের মাধ্যমে একটি বিভ্রান্তিকর বার্তা প্রচার করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এ ধরনের কর্মকাণ্ড বিদ্যমান আইনের আওতায় শাস্তিযোগ্য অপরাধ। 

দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ হেডকোয়ার্টার্স।