বাসস
  ২৫ মে ২০২৫, ২০:০৩

সাবেক মেয়র আইভী দুই দিনের রিমান্ডে

ছবি: বাসস

নারায়ণগঞ্জ, ২৫ মে, ২০২৫ (বাসস): নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে দুই দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

আজ রোববার বিকেলে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. নূর মহসীন এই রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার মিনারুল হত্যা মামলায় সেলিনা হায়াৎ আইভীর সাত দিনের রিমান্ড চাওয়া হয়। শুনানি শেষে আদালত দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন।
জেলা আদালতের ভারপ্রাপ্ত পিপি অ্যাডভোকেট ওমর ফারুক নয়ন এ বিষয়ে বলেন, আইভী নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি। তার নির্দেশেই দলের নেতাকর্মীরা ছাত্র-জনতার ওপর হামলা ও গুলি চালিয়েছে। তদন্ত কর্মকর্তা সাত দিনের রিমান্ড চাইলে আদালত দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন। 

সিদ্ধিরগঞ্জে পোশাক শ্রমিক মিনারুল হত্যা মামলায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে গত  ৯ মে ভোরে  দেওভোগের নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ।