বাসস
  ২২ মে ২০২৫, ১০:২৮

ফৌজদারি মামলা পরিচালনা বিষয়ে আইনজীবীদের প্রশিক্ষণ দিল ডুলা

ফৌজদারি মামলা পরিচালনা বিষয়ে আইনজীবীদের প্রশিক্ষণ দিল ডুলা। ছবি: বাসস

ঢাকা, ২১ মে, ২০২৫ (বাসস): সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ফৌজদারি মামলা পরিচালনার বিভিন্ন বিষয়ে আইনজীবীদের প্রশিক্ষণ দিয়েছে ঢাকা ইউনিভার্সিটি এলএলএম ল'ইয়ার্স অ্যাসোসিয়েশন (ডুলা)।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে ডুলা আয়োজিত আইন লেকচার সেশনে ফৌজদারি মামলা পরিচালনার বিষয়ে মতামত ও অভিজ্ঞতা শেয়ার করেন হাইকোর্ট বিভাগের বিচারপতি এস এম কুদ্দুস জামান ও সিনিয়র অ্যাডভোকেট বিশিষ্ট আইনজীবী নেতা ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডুলার সভাপতি অ্যাডভোকেট আলী আহমেদ খোকন।

কর্মশালা সঞ্চালনা করেন ডুলার সাধারণ সম্পাদক  অ্যাডভোকেট কাজী জয়নাল আবেদীন।

প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ আইন সমিতির সাবেক সভাপতি  ড. শাহজাহান সাজু, সাবেক সভাপতি মনজুর মো. শাহনেওয়াজ টিপু, ডুলার সিনিয়র যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মো. মাকসুদ উল্লাহ। প্রশিক্ষণে কয়েকশ’ আইনজীবী অংশগ্রহণ করেন।