বাসস
  ০৪ ডিসেম্বর ২০২৫, ০০:২৪

খালেদা জিয়ার চিকিৎসায় যোগ দিলেন চীনের আরেকটি বিশেষজ্ঞ চিকিৎসক দল

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। ফাইল ছবি

ঢাকা, ৩ ডিসেম্বর, ২০২৫ (বাসস): বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চিকিৎসায় সহায়তা করতে যোগ দিয়েছেন চীন থেকে আসা চার সদস্যের আরেকটি চিকিৎসক দল।

তারা হলেন, চি জিয়ানফান, ইয়ান ঝিন, ঝং ইউহি ও ম্যাং হং ও।

বুধবার রাত ১০টা ১০ মিনিটে তারা ঢাকায় অবতরণ করেন। এরপর বিমানবন্দর থেকে সরাসরি এভারকেয়ার হাসপাতালে যান।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এসব তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি আরও জানান, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চীনা বিশেষজ্ঞ চিকিৎসক দলকে স্বাগত জানান সাবেক সচিব আব্দুল খালেক। সেখান থেকে বিশেষ নিরাপত্তায় তাদেরকে হাসপাতালে নেওয়া হয়।

দেশের একদল বিশেষজ্ঞ চিকিৎসক, যুক্তরাষ্ট্রের জনস হপকিনস হাসপাতালের চিকিৎসক এবং লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের অধীন খালেদা জিয়ার চিকিৎসা চলছে। 

বিএনপি চেয়ারপারসনের চিকিৎসায় সহায়তা করতে গত ১ ডিসেম্বর চীন থেকে পাঁচ চিকিৎসকের একটি দল ঢাকায় আসে।

বুধবার সকালে যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিয়েলও ঢাকায় এসেছেন।

জানা যায়, খালেদা জিয়ার চিকিৎসার সঙ্গে যুক্ত এই চিকিৎসকেরা তার শারীরিক অবস্থা দেখার পর পরামর্শ দেবেন। সেই পরামর্শের ওপর নির্ভর করবে, তাঁর চিকিৎসা ঢাকায় চলবে, নাকি লন্ডনে নেওয়া হবে।

বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন বলেন, ‘ম্যাডামের জন্য যে মেডিকেল বোর্ড রয়েছে তার সঙ্গে যুক্তরাষ্ট্রের জন হোপকিনস বিশ্ববিদ্যালয় এবং যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসকরা ভাচুর্য়ালি যুক্ত রয়েছেন।’

তারা হলেন, যুক্তরাষ্ট্র থেকে অধ্যাপক হাবিবুর রহমান, অধ্যাপক রফিকউদ্দিন আহমেদ এবং প্রফেসর জন হ্যামিল্টন ও প্রফেসর ডক্টর হামিদ রব। আর যুক্তরাজ্য থেকে প্রফেসর জন প্যাট্রিক, প্রফেসর জেনিফার ক্রস এবং ডাক্তার জুবাইদা রহমান।

তিনি আরও বলেন, লন্ডন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চেয়ারপারসনের সার্বক্ষণিক চিকিৎসকদের সঙ্গে যোগাযোগের সমন্বয় করছেন।

এভারকেয়ার হাসপাতালের ১২ সদস্যের মেডিকেল বোর্ডের সদস্যরা হলেন, অধ্যাপক এফএম সিদ্দিকী, অধ্যাপক নুরুদ্দিন আহমেদ, অধ্যাপক এ কিউ এম মহসিন, অধ্যাপক শামসুল আরেফিন, অধ্যাপক জিয়াউল হক, অধ্যাপক মাসুম কামাল, অধ্যাপক এজেড এম সালেহ, অধ্যাপক অবসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার জেনারেল সাইফুল ইসলাম, ডা. জাফর ইকবাল, অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন ও ডা. আল মামুন রয়েছেন।

গত ১১ দিন ধরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তাঁর শারীরিক অবস্থা এখনও সংকটজনক। তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।