শিরোনাম

বরিশাল,২৩ জানুয়ারি,২০২৬ (বাসস): ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে জেলায় উদযাপিত হচ্ছে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব বিদ্যার দেবী শ্রী শ্রী সরস্বতী পূজা ।
অঞ্জলি নিবেদনের মধ্যে দিয়ে আজ শুক্রবার সকাল থেকেই নগরীর বিভিন্ন স্কুল-কলেজ শিক্ষাপ্রতিষ্ঠান এবং পাড়া-মহল্লায় পূজা শুরু হয়। পূজা অনুষ্ঠিত হয় জেলার বিভিন্ন মন্দির গুলোতেও। ভক্তরা সরস্বতীর চরণে পুষ্পার্ঘ অর্পণ করেন।
সকালে বরিশাল সরকারি মহিলা কলেজ প্রাঙ্গনে বিদ্যার দেবী সরস্বতীর বানী বন্দনার আয়োজন করা হয়। সরকারি মহিলা কলেজ ছাড়াও সরকারি বিএম কলেজ, অমৃত লাল দে মহাবিদ্যালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠানে উৎসাহ উদ্দীপনায় অনুষ্ঠিত হয় সরস্বতী পূজা।
সকাল থেকেই দেবীর পায়ে অঞ্জলি নিবেদন করতে বিদ্যার্থীরা তাদের শিক্ষাপ্রতিষ্ঠানে এসে উপস্থিত হয়। এসময় শিক্ষার্থীদের বই, খাতা, কলম নিয়ে ক্যাম্পাসে আসতে দেখা যায়। পুরোটা বছর যেন তারা মনোযোগ সহকারে পড়াশোনা করে ভালো ফল করতে পারেন, এ কামনা করেন দেবীর কাছে। শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক শিক্ষিকারাও আসেন পূজা মন্ডপে।
বরিশাল মহিলা কলেজের শিক্ষার্থী অর্পনা বলেন, সামনে আমাদের পরীক্ষা। দেবীর কাছে আমাদের প্রার্থনা থাকবে আগামীতে যেন ভালো ফলাফল