শিরোনাম

বরিশাল, ১৮ জানুয়ারি ২০২৬ (বাসস) : "গণভোট ও নির্বাচনে বাংলাদেশ বেতার" শীর্ষক কমিউনিটি ব্রডকাস্ট অনুষ্ঠানে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তৌফিক আলম বলেছেন, গণভোট এমন একটি বিষয়- যেখানে ভোটার দেশের সিদ্ধান্ত বাস্তবায়নে সরাসরি ভূমিকা রাখবেন। জুলাই সনদ বাস্তবায়নের জন্যই এই ভোট প্রদান করতে হবে।
আজ রোববার বিকেল ৩টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোলা মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভাপতির বক্তব্যে বাংলাদেশ বেতারের মহাপরিচালক এএসএম জাহীদ বলেন, দেশের চাবি এখন আপনাদের হাতে, তাই দেশকে এগিয়ে নেয়ার জন্য 'হ্যাঁ'তে ভোট দিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, বাংলাদেশ বেতারের প্রধান প্রকৌশলী মনির আহমেদ, বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রাহাত হোসাইন ফয়সাল।
স্বাগত বক্তব্য দেন, বাংলাদেশ বেতার বরিশাল কেন্দ্রের আঞ্চলিক পরিচালক ড. মো. হারুন অর রশিদ। শুভেচ্ছা বক্তব্য দেন, বরিশাল আঞ্চলিক নির্বাচন অফিসের অতিরিক্ত নির্বাচন কর্মকর্তা সৈয়দ শফিকুল হক।
সভা শেষে বাংলাদেশ বেতারের শিল্পীদের সমন্বয়ে পরিবেশিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।