শিরোনাম

রাঙামাটি, ২৩ জানুয়ারি ২০২৬ (বাসস): জেলা শহরের শিমুলতলী বাংলাদেশ টেলিভিশন রাঙামাটি উপ-কেন্দ্র এলাকায় চাউল বোঝাই ট্রাক ও সিএনজির সংঘর্ষে ১ নারী নিহত হয়েছেন।
স্থানীয় বাসিন্দা জসীম উদ্দিন বাসসকে জানান, শুক্রবার সকালে চাউল বোঝাই ট্রাকও সিএনজি চট্টগ্রামের দিক থেকে রাঙামাটি আসার পথে টিভি স্টেশন এলাকায় পাহাড়ি রাস্তা উঠতে গিয়ে ট্রাকটি পিছনের দিকে নেমে গেলে পিছনে থাকা সিএনজির উপর চাপা দেয়। এ সময় সিএনজিতে থাকা চালকসহ ৫ জন যাত্রীর ৪ জন নামতে পারলেও ১ নারী যাত্রী নামতে না পারায় ঘটনাস্থলে তার মৃত্যু হয়। নিহত নারীর নাম মমিনা বেগম (৬০)।
স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস এসে ট্রাকের নীচে চাপা পড়া নারী ও অটোরিকশা উদ্ধার করে।
রাঙামাটি কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো. জসিম উদ্দিন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বাসসকে জানান, সড়ক দুর্ঘটনায় ট্রাকের নিচে চাপা পড়ে এক নারী নিহত হয়েছে। এ ব্যাপারে তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।