শিরোনাম

চাঁদপুর, ২৩ জানুয়ারি, ২০২৬ (বাসস) : চাঁদপুর শহরে রাস্তা পার হওয়ার সময় ট্রাকের চাপায় আবু সাঈদ রাফিন (১৩) নামে সপ্তম শ্রেণীর এক শিশু শিক্ষার্থী নিহত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে শহরের মুখার্জিঘাট চিকিৎসক অলিউর রহমানের বাড়ির সামনের সড়কের মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
রাফিন শহরের নাজির পাড়া সুফিয়া মঞ্জিলের ভাড়াটিয়া বাসিন্দা মো. শাহিনের ছেলে এবং আল-আমিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। গ্রামের বাড়ি জেলার ফরিদগঞ্জ উপজেলার পৌরসভার সাহাপুর এলাকার মিরপুরে।
এসব তথ্য নিশ্চিত করেন আল-আমিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. সাইফুল ইসলাম।
পুলিশ ও স্থানীয়রা জানান, রাফিন বিদ্যালয় ছুটির পর বাসার উদ্দেশ্যে ওই সড়ক পার হয়ে যাচ্ছিল। ওই সময় কাজী নজরুল ইসলাম সড়কের দিকে যাওয়া পানির ট্যাংকবহনকারী ট্রাকটি ওই শিশু শিক্ষার্থীকে চাপা দেয়। ঘটনাস্থলেই শিশুর মাথা ফেটে গুরুতর আহত হয়। সেখান থেকে লোকজন সদর হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুমিল্লা মেডিকেলে রেফার করে জরুরি বিভাগের চিকিৎসক। কুমিল্লা নেয়ার পথে বিকেল সাড়ে ৩টার দিকে শাহরাস্তির ওয়ারুক নামক স্থানে রাফিনের মৃত্যু হয়।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করা হয়েছে। চালক ও তার সহযোগীকে পাওয়া যায়নি।
আইনী ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।