শিরোনাম

চট্টগ্রাম, ২০ জানুয়ারি, ২০২৬ (বাসস) : চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) প্রকাশিত ‘দুষ্কৃতকারীর’ তালিকার শীর্ষে থাকা সন্ত্রাসী জাহিদুল ইসলাম প্রকাশ ‘পিচ্চি জাহেদ’কে গ্রেফতার করা হয়েছে।
আজ মঙ্গলবার সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মঞ্জুরুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার দিবাগত রাত দেড় টার দিকে উপজেলার পুরানগড় ইউনিয়নের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে সেনাবাহিনী। এ সময় তার কাছ থেকে ১০৪ পিস ইয়াবা ও ১৫টি দেশীয় অস্ত্র উদ্ধারের কথাও জানানো হয়েছে।
সেনাবাহিনীর ক্যাপ্টেন সাব্বির আহাম্মেদ সানি জানান, গ্রেফতার পিচ্চি জাহিদ দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র ব্যবসা ও মাদক কারবারে জড়িত। তার বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলা রয়েছে। গ্রেফতারের পর তাকে সাতকানিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষা ও অবৈধ অস্ত্র উদ্ধারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সাতকানিয়া থানার ওসি জানান, জাহেদের বিরুদ্ধে থানায় একটি অস্ত্র ও দু’টি মাদক মামলা রয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।