বাসস
  ১৫ জানুয়ারি ২০২৬, ১১:৪৪

চাঁদপুরে ভোক্তা অধিকার আইন লঙ্ঘন করায় ৭ প্রতিষ্ঠানকে জরিমানা 

শহরের পুরাতন বাজারের সাত ব্যবসা প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা । ছবি: বাসস

চাঁদপুর, ১৫ জানুয়ারি ২০২৬ (বাসস) : ভোক্তা অধিকার আইন লঙ্ঘন করায় চাঁদপুর শহরের পুরাতন বাজারের সাত ব্যবসা প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

গতকাল বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে সেনাবাহিনীর সহযোগিতায় শহরের পুরান বাজার এলাকায় নিয়মিত বাজার তদারকি অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লা আল ইমরান।

আব্দুল্লা আল ইমরান বলেন, অভিযান পরিচালনাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণ এবং তারিখবিহীন শিশুখাদ্য বিক্রয়ের অপরাধে আলমগীর স্টোর মালিককে ৫ হাজার টাকা, একই অপরাধে মাসুদ স্টোর মালিককে ৫ হাজার টাকা, মাশাল্লাহ স্টোর মালিককে ৫ হাজার টাকা, রাসেল স্টোর মালিককে ৩ হাজার টাকা এবং মেয়াদোত্তীর্ণ খাদ্য দ্রব্য বিক্রয়ের জন্য সংরক্ষণ করার অপরাধে জয় গোপাল স্টোর মালিককে ১০ হাজার টাকা, একই অপরাধে মিলন স্টোর মালিককে ৫ হাজার টাকা, মামনী স্টোর মালিককে ২ হাজার টাকাসহ মোট ৩৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। 

অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন। এসময় মেয়াদোত্তীর্ণ খাদ্য দ্রব্য ধ্বংস করা হয়। বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল অভিযানে সার্বিক সহায়তা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।