বাসস
  ১৫ জানুয়ারি ২০২৬, ১০:১১
আপডেট : ১৫ জানুয়ারি ২০২৬, ১০:২০

টেকনাফে নৌবাহিনীর যৌথ অভিযানে ৮০ হাজার পিস ইয়াবা জব্দ

চট্টগ্রাম, ১৫ জানুয়ারি, ২০২৬ (বাসস): টেকনাফে উপজেলার হ্নীলা ইউনিয়নস্থ লেদা এলাকায় বাংলাদেশ নৌবাহিনীর যৌথ অভিযানে ৮০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশ নৌবাহিনী দেশের সমুদ্রসীমার সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি অভ্যন্তরীণ নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে দায়িত্বরত এলাকাসমূহে মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায় টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নস্থ লেদা এলাকায় আজ বুধবার যৌথ অভিযান পরিচালনা করে বাংলাদেশ নৌবাহিনী, কোস্ট গার্ড ও পুলিশ।

গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নস্থ লেদা এলাকা দিয়ে মাদক কারবারীরা ইয়াবা পাচার করার পরিকল্পনা করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে নৌবাহিনী ও কোস্ট গার্ডের একটি সমন্বিত দল উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে।

পরবর্তীতে আভিযানিক দলটি কয়েকটি সন্দেহভাজন অটোরিকশায় তল্লাশি শুরু করলে ইয়াবা বহনকারী অটোরিক্সার চালক অটো রিকশাটি রাস্তার ঢালে ফেলে রোহিঙ্গা ক্যাম্পের ভিতর দৌড়ে পালিয়ে যায়। এ সময় চালকবিহীন একটি অটো রিকশায় তল্লাশি করে ৮০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৪ কোটি টাকা।

এসময় ইয়াবা বহনকারী অটো রিকশাটিকেও জব্দ করা হয়। জব্দকৃত ইয়াবা ও অটো রিকশাটি পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়।