শিরোনাম

চট্টগ্রাম, ৯ জানুয়ারি, ২০২৬ (বাসস) : নগরীর ইপিজেড থানা এলাকা থেকে ছিনতাই করা ১ লাখ টাকাসহ সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে চাইনিজ কুড়াল ও ছোরা উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (৯ জানুয়ারি) ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আতিকুর রহমান জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে কফিল উদ্দিন (৩২) ও নূর উদ্দিন প্রকাশ সেকুল’ক (৩৬) গ্রেফতার করা হয়। পরে সীতাকুণ্ড পৌরসভা এলাকায় কফিলের শ্বশুর বাড়িতে অভিযান চালিয়ে ছিনতাইকৃত ১ লাখ টাকা উদ্ধার করা হয়।
তিনি জানান, গত বুধবার দুপুরের দিকে কফিরুল ইসলাম নামের এক ব্যক্তি বিভিন্ন ব্যাংকের এটিএম বুথ থেকে ৩ লাখ টাকা উত্তোলন করেন। টাকা নিয়ে অফিসে যাওয়ার পথে নগরীর ইপিজেড থানাধীন নেভি হাসপাতাল গেইট এলাকায় ছিনতাকারী কফিল উদ্দিন ও নুর উদ্দিন সেকুল তার পথরোধ করে মারধর করতে থাকে। দেশিয় অস্ত্রের ভয় দেখিয়ে তার কাছ থেকে ৩ লাখ টাকা ছিনিয়ে নেয়। পরে কফিরুলের তথ্যের ভিত্তিতে আসামিদের অবস্থান শনাক্ত করে ইপিজেড মাদ্রাজী শাহ রোড এলাকা থেকে ছিনতাইকারী কফিল উদ্দিন ও নূর উদ্দিনকে গ্রেফতার করা হয়।
ওসি আতিকুর রহমান জাানন, কফিল উদ্দিন ও নুর উদ্দিন চট্টগ্রাম মহানগরে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। শুক্রবার সকালে আসামিদের কারাগারে পাঠানো হয়েছে।