শিরোনাম

চট্টগ্রাম, ৬ জানুয়ারি, ২০২৬ (বাসস) : চট্টগ্রামের রাউজান উপজেলায় জানে আলম সিকদার (৩৫) নামের যুবদলের এক নেতা দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন। গতকাল সোমবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নে তার বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
আজ মঙ্গলবার সকালে রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার বেলায়েত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি জানান, রাতের খাবারের আগে জানে আলম বাড়ির গেটসংলগ্ন উঠানে দাঁড়িয়ে ছিলেন। এ সময় একটি মোটরসাইকেলে করে মুখোশ পরা তিন যুবক সেখানে আসে। মোটরসাইকেলের পেছনে থাকা একজন খুব কাছ থেকে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে।
এরপর গুলিবিদ্ধ হয়ে জানে আলম মাটিতে লুটিয়ে পড়েন এবং কয়েক মিনিটের মধ্যেই তার মৃত্যু হয়। ঘটনার পর দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়।
স্থানীয়রা জানান, নিহত জানে আলম রাউজান উপজেলা যুবদলের সাবেক সিনিয়র সদস্য ছিলেন। তবে তিনি কিছুদিন ধরে রাজনীতিতে সক্রিয় ছিলেন না।
পরিবারের সদস্যদের ভাষ্য, জানে আলমের সঙ্গে কারও শত্রুতা ছিল না। কী কারণে তাকে লক্ষ্য করে এই হামলা চালানো হলো, তা তারা বুঝতে পারছেন না।
স্থানীয় নেতারা জানান, জানে আলম বিএনপির কেন্দ্রীয় নেতা গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী ছিলেন।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, গুলি করে হত্যার ঘটনাটি সঠিক। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে।
সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশ কাজ করছে বলে জানান তিনি।