শিরোনাম

কুমিল্লা, ৫ জানুয়ারি ২০২৬ (বাসস) : জেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ৫০তম ভিডিপি দিবস ২০২৬।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে আজ সোমবার কুমিল্লা নগরীর রামমালা কার্যালয়ে আলোচনা সভা, বর্ণাঢ্য র্যালি ও কেক কাটাসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন, কুমিল্লা রেঞ্জ পরিচালক মো. মাহবুবুর রহমান।
কুমিল্লা জেলা কমান্ডেন্ট মোহাম্মদ আশরাফুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, জেলা রেঞ্জ কমান্ডেন্ট মো. শাহজালাল ছোয়াদ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মহান মুক্তিযুদ্ধসহ দেশের বিভিন্ন দুর্যোগ মোকাবিলা, গ্রাম পর্যায়ে নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আইনশৃঙ্খলা রক্ষায় ভিডিপি সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। তাদের নিষ্ঠা ও ত্যাগ দেশের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থাকে আরও সুদৃঢ় করেছে।
তিনি বলেন, গ্রাম পর্যায়ে নিরাপত্তা নিশ্চিত করা, সামাজিক সচেতনতা সৃষ্টি এবং রাষ্ট্রীয় উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে ভিডিপি সদস্যরা সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাচ্ছেন। ভবিষ্যতেও দেশের উন্নয়ন ও শান্তি বজায় রাখতে ভিডিপির ভূমিকা আরও জোরদার হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে অতিথিরা তাদের বক্তব্যে বলেন, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে মাঠ পর্যায়ে নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় ভিডিপি সদস্যরা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন।
অনুষ্ঠানে আনসার ও ভিডিপির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সদস্য এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।