শিরোনাম

গাইবান্ধা, ৫ জানুয়ারি ২০২৬ (বাসস): জেলার ফুলছড়ি উপজেলার কাঞ্চিপাড়া ইউনিয়নের ৩০০ শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে পুলিশ নারী কল্যাণ সমিতি ‘পুনাক’।
গতকাল রোববার বিকেলে ইউনিয়নের রসুলপুর চরে শীতবস্ত্র বিতরণ উপলক্ষে অনুষ্ঠিত হয়।
পুনাকের চেয়ারপারসন ইশরাত জাহান বীথির সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পুলিশ সুপার (এসপি) মো. জসিম উদ্দিন।
পরে পুলিশ সুপার এবং চেয়ারপারসনসহ অন্যান্য পুলিশ কর্মকর্তাদের সাথে ইউনিয়নের শীতার্ত চরের মানুষদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এসপি মো. জসিম উদ্দিন তার বক্তব্যে বলেন, তীব্র শৈত্যপ্রবাহ এবং ঘন কুয়াশার কারণে সৃষ্ট দুর্দশা লাঘবের লক্ষ্যে পুনাক চরাঞ্চলসহ প্রত্যন্ত অঞ্চলের শীতার্ত দরিদ্র ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণের সিদ্ধান্ত নিয়েছে।
তিনি বলেন, সামাজিক কর্পোরেট দায়বদ্ধতার অংশ হিসেবে ইউনিয়নের ৩০০ জন চরের মানুষকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
এর আগে, শনিবার বিকেলে জেলার সদরুপজিলার রামচন্দ্রপুর ইউনিয়নের ১৫০ জন শীতার্ত দরিদ্র মানুষকে সমিতির আয়োজনে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
পুনাকের চেয়ারপারসন ইশরাত জাহান বীথি বলেন, মানবিকতার ভিত্তিতে গরম কাপড় বিতরণ কার্যক্রম চলছে। অতীতেও এই কার্যক্রম পরিচালিত হয়েছে এবং ভবিষ্যতেও দরিদ্রদের জন্য এ কার্যক্রম অব্যাহত থাকবে।