শিরোনাম

ভোলা, ৫ জানুয়ারি, ২০২৬ (বাসস) : বিএনপি চেয়ারপার্সন ও সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ভোলার চরফ্যাশনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
চরফ্যাশন উপজেলা ও পৌর মৎস্য দলের উদ্যোগে গতকাল রোববার (৪ জানুয়ারি) বিকেলে উপজেলা বিএনপি কার্যালয়ে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা মৎস্য দলের সভাপতি আমজাদ হোসেন সোহাগের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম আব্বাস কাজীর সঞ্চালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চরফ্যাশন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতিয়া, সাবেক আসলানপুর ইউপি চেয়ারম্যান রফিক আসলামি, সাবেক শ্রমিক দলের সভাপতি মীর আজাদ, উপজেলা মৎস্য দলের সিনিয়র সহ-সভাপতি নুরে আলম জিকু, যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হাওলাদার, প্রচার সম্পাদক মিজানুর রহমান, পৌর মৎস্য দলের সভাপতি মোসলেউদ্দিন খান, সাধারণ সম্পাদক মাহফুজ, সিনিয়র সহ-সভাপতি নুরে আলম মুন্সিসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়াও চরফ্যাশন উপজেলার ২১টি ইউনিয়ন ও থানা মৎস্য দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা দোয়া মাহফিলে অংশ নেন।
দোয়া মাহফিলে নেতারা বলেন, বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি এ দেশের গণতন্ত্র, জাতীয়তাবাদ ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী মানুষের আশ্রয়স্থল ছিলেন। দেশ ও জনগণের প্রশ্নে তিনি কখনো আপোষ করেননি। তার জীবন ও ত্যাগ জাতি চিরদিন স্মরণ করবে।
বক্তারা মরহুমা বেগম খালেদা জিয়াকে একজন ইসলামপ্রিয়, দেশপ্রেমিক ও আপোষহীন নেত্রী হিসেবে উল্লেখ করে তাঁর রুহের মাগফিরাত কামনা করেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা সালাহউদ্দিন।