বাসস
  ০৫ জানুয়ারি ২০২৬, ১৩:১৯

নেত্রকোণায় ৫টি আসনে ২৪ জনের মনোনয়ন বৈধ ঘোষণা 

ছবি: বাসস

নেত্রকোণা, ৫ জানুয়ারি, ২০২৬ (বাসস) : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোণার পাঁচটি সংসদীয় আসনে জমা দেওয়া ৩০টি মনোনয়নপত্রের মধ্যে ২৪ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা ও ৬ জনের প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। 

রোববার সন্ধ্যায় জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সাইফুর রহমান এই ঘোষণা করেন।

নেত্রকোণা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) সংসদীয়  আসনে সাত জন প্রার্থীর মধ্যে পাঁচ জনকে বৈধ ঘোষণা এবং  দুই জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

বৈধ ঘোষিত প্রার্থীদের মধ্যে রয়েছেন— বিএনপি মনোনীত ব্যারিস্টার কায়সার কামাল, জাতীয় পার্টির মো. আনোয়ার হোসেন খান, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আব্দুল মান্নান (সোহাগ), বাংলাদেশ খেলাফত মজলিসের গোলাম রব্বানী ও কমিউনিস্ট পার্টির মো. আলকাছ উদ্দিন মীর।

নেত্রকোণা -২ (সদর-বারহাট্টা) সংসদীয় আসনে সাতজন প্রার্থীর  মধ্যে ছয় জনের মনোনয়ন বৈধ, একজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। 

বৈধ প্রার্থীরা হলেন— বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত  মো. এনামুল হক, জাতীয় পার্টি’র এবিএম রফিকুল হক তালুকদার, ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুল কাইয়ূম এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত  ফাহিম রহমান খান পাঠান ও ইসলামী ঐক্যজোট-এর মো. শরিফ উদ্দিন তালুকদার।

নেত্রকোণা-৩ (আটপাড়াকেন্দুয়া) সংসদীয় আসনে ছয় জন প্রার্থীর মধ্যে  ছয় জনেরই  মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।  

বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন— বিএনপি’র রফিকুল ইসলাম হিলালী, স্বতন্ত্র  মো. দেলোয়ার হোসেন ভুঞা, বাংলাদেশ জামায়াতে ইসলামী’র মো. খায়রুল কবীর নিয়োগী, জাতীয় পার্টি’র মো. আবুল হোসেন তালুকদার, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ-এর মো. শামছুদ্দোহা ও ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মো. জাকির হোসেন।
নেত্রকোণা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) সংসদীয় আসনে ছয় জন প্রার্থীর মধ্যে পাঁচ জনকে  বৈধ ও একজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। 

বৈধ প্রার্থীরা হলেন— বিএনপি’র মো. লুৎফুজ্জামান বাবর, বাংলাদেশ জামায়াতে ইসলামী’র মো. আল হেলাল তালুকদার, স্বতন্ত্র প্রার্থী (বাবরের স্ত্রী) তাহমিনা জামান,  ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মো. মুখলেছুর রহমান ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি’র জলি তালুকদার।

নেত্রকোনা-৫ (পূর্বধলা) চার জন প্রার্থীর মধ্যে দুই জনকে বৈধ ঘোষণা  এবং দুই জনের  মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।  

বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন— বিএনপি’র মো. আবু তাহের তালুকদার ও ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মো. নুরুল ইসলাম।

জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. সাইফুর রহমান বাসস’কে    জানান, যথাযথ প্রক্রিয়ায়  জেলায় মোট পাঁচটি সংসদীয় আসনে ৩০ জন প্রার্থীর মধ্যে ২৪ জন প্রার্থীকে বৈধ ঘোষণা করা হয়েছে এবং ৬ জন প্রার্থীর  মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। 

যাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে, তারা নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন।