বাসস
  ০৫ জানুয়ারি ২০২৬, ১১:৩০

পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ৬ ঘণ্টা পর ফেরি চলাচল পুনরায় শুরু  

পাটুরিয়া-দৌলতদিয়ার মধ্যে ফেরি চলাচল পুনরায় শুরু ।ছবি: বাসস

মানিকগঞ্জ, ৫ জানুয়ারি ২০২৬ (বাসস): বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) কর্তৃপক্ষ জানিয়েছে, ৬ ঘণ্টা ১০ মিনিট বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়ার মধ্যে ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে।

বিআইডব্লিউটিসির পাটুরিয়া ঘাটের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) আব্দুস সালাম জানিয়েছেন, ঘন কুয়াশায় নদীর তলদেশ ঢেকে যাওয়ার ফলে দৃশ্যমানতা হ্রাস পাওয়ায় গতকাল রবিবার মধ্যরাতে পাটুরিয়া-দৌলতদিয়ার মধ্যে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। ঘন কুয়াশা কমে যাওয়ার পর আজ সোমবার সকাল ৭ টায় ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে। 

তিনি জানান, এখন সব ফেরি সম্পূর্ণ লোড নিয়ে স্বাভাবিকভাবে চলাচল করছে। তবে ঘন কুয়াশার কারণে আরিচা-কাজিরহাটের মধ্যে ফেরি চলাচল এখনও শুরু হয়নি।