বাসস
  ০৪ জানুয়ারি ২০২৬, ১১:৫২

খুলনায় ট্রাক চাপায় ব্যবসায়ী নিহত 

খুলনা, ৪ জানুয়ারি ২০২৬ (বাসস) : নগরীর জিরো পয়েন্টে ট্রাক চাপায় বাবুল হোসাইন (৩৫) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল শনিবার (৩ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে জিরোপয়েন্ট সংলগ্ন বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাবুল কয়রা উপজেলার ৫ নং ওয়ার্ডের বাসিন্দা ওজিয়ার মোল্লার পুত্র। তিনি কয়রা উপজেলার মোমিন মার্কেটের মোবাইলের শো রুম আলহামদুলিল্লাহ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী। 

দোকানের কর্মচারী সুজন জানান, তিনি খুলনা যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মারা যান। তার লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

পুলিশ জানায়, গতকাল শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় কয়রা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হন বাবুল হোসাইন। মোটরসাইকেল যোগে খুলনা বাইপাস সড়কে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়। এ সময় তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাশার জানান, নিহতের মরদেহ ময়নতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়াধীন রয়েছে। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। তবে এ ব্যাপারে থানায় কোনো মামলা হয়নি।