বাসস
  ৩০ ডিসেম্বর ২০২৫, ১৩:৫৬

টাঙ্গাইলে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

টাঙ্গাইল, ৩০ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : টাঙ্গাইলের মির্জাপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক মোটরসাইকেলে আরোহী নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার দেওহাটা ফ্লাইওভারের পশ্চিম পাশে এই দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির নাম জানা যায়নি। তবে তিনি গোড়াই সাউথ ইস্ট কারখানার কর্মী বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও এলাকাবাসী জানান, সকাল সোয়া ৭টার দিকে মোটরসাইকেল চালিয়ে মহাসড়কের ধীরগতির লেন দিয়ে ঢাকার দিকে যাচ্ছিল মোটরসাইকেল আরোহী। মহাসড়কের দেওহাটা ফ্লাইওভারের কাছে পৌঁছালে টাঙ্গাইল থেকে ছেড়ে আসা আলোকিত মধুপুর নামে যাত্রীবাহী বাস মহাসড়ক ছেড়ে ধীরগতির লেনে ঢুকে পড়ে মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী নিহত হন।

দেওহাটা পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক গিয়াসউদ্দিন জানান, নিহত ব্যক্তি গোড়াই সাউথ ইস্ট কারখানায় চাকরি করতেন বলে জানতে পেরেছি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ঘটনাস্থল থেকে বাসটি জব্দ করা হয়েছে।