বাসস
  ০৫ ডিসেম্বর ২০২৫, ১৩:০৯

বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

নাটোর, ৫ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : জেলার বড়াইগ্রামে লেগুনা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জসিম উদ্দিন (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। 

আজ শুক্রবার সকালে উপজেলার চান্দাই ইউনিয়নের দাস গ্রাম আকবর মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত জসিম উদ্দিন বড়াইগ্রাম উপজেলার দাস গ্রামের আব্দুস সালেক প্রামাণিকের ছেলে।

তথ্য নিশ্চিত করে চান্দাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহনাজ পারভীন জানান, জসিম উদ্দিন ঈশ্বরদীর রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কর্মরত ছিলেন। সকাল সাড়ে ৯টার দিকে তিনি মোটরসাইকেলে করে রূপপুর যাচ্ছিলেন। পথে দাস গ্রাম আকবর মোড়ে বিপরীত দিক থেকে আসা একটি লেগুনার সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে সংঘর্ষে ঘটনাস্থলেই তিনি মারা যান।