বাসস
  ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১৪:২৮
আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৩৬

ঝালকাঠিতে টাইফয়েড টিকাদান বিষয়ক কর্মশালা  

ঝালকাঠিতে গণমাধ্যমকর্মীদের কর্মশালা । ছবি: বাসস

ঝালকাঠি, ২৫ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : ‘টাইফয়েড জ্বর প্রতিরোধে, টিকা নেবো দল বেঁধে’ প্রতিপাদ্যে ইপিআর কর্মসূচির আওতায় আগামী ১২ অক্টোবর থেকে শুরু হচ্ছে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন। 

এ উপলক্ষে ঝালকাঠিতে গণমাধ্যমকর্মীদের পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার জেলা তথ্য অফিসের আয়োজনে জেলা প্রশাসকের সভাকক্ষে এ কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন জেলা প্রশাসক আশরাফুর রহমান। ঝালকাঠি জেলা তথ্য কর্মকর্তা লেলিন বালার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ইউনিসেফ'র বরিশালের আঞ্চলিক প্রধান সঞ্জিব কুমার দাস, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ মো. মোস্তাফিজুর রহমান, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আক্কাস সিকদার, সহ-সভাপতি আল-আমীন তালুকদারসহ বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা।

এ সময় জানানো হয়, ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী শিশু এবং শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত প্রাক-প্রাথমিক থেকে ৯ম শ্রেণি/সমমান পর্যন্ত শিক্ষার্থীরা টিকাদান ক্যাম্পেইনের আওতায় আসবে