শিরোনাম
নাটোর, ২৫ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : নাটোরের বনবেলঘড়িয়া বাইপাস এলাকায় ট্রাকের চাপায় এক শ্রমিক নিহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার সকাল ৭টায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত দিদারুল আলম (৪৫) নাটোর সদর উপজেলার পন্ডিতগ্রাম এলাকার নুর মোহাম্মদের ছেলে এবং প্রাণ এগ্রো লিমিটেড কোম্পানির মোটর গ্যারেজের শ্রমিক ছিলেন।
পুলিশ জানায়, দিদারুল সকালে বাড়ি থেকে বাইসাইকেলে করে তার কর্মস্থলে যাচ্ছিলেন। সকাল সাড়ে ৭টার দিকে বনবেলঘড়িয়া বাইপাস এলাকায় পৌঁছালে রাজশাহীগামী একটি ট্রাক পেছন থেকে দিদারুলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে।
তথ্য নিশ্চিত করে নাটোর থানার ওসি মাহবুর রহমান জানান, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।