বাসস
  ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৫

দুর্গাপূজায় নির্বিঘ্ন যাতায়াতে রাস্তা সংস্কার মানিকগঞ্জ ছাত্রদলের

দুর্গাপূজায় নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ যাতায়াত নিশ্চিত করতে মানিকগঞ্জ জেলা ছাত্রদল জরাজীর্ণ রাস্তা সংস্কারের উদ্যোগ নিয়েছে। ছবি: বাসস

মানিকগঞ্জ, ২৫ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : আসন্ন শারদীয় দুর্গাপূজায় নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ যাতায়াত নিশ্চিত করতে মানিকগঞ্জ জেলা ছাত্রদল জরাজীর্ণ রাস্তা সংস্কারের উদ্যোগ নিয়েছে।

জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খান রিতার সার্বিক সহযোগিতায় জেলা ছাত্রদল সকল মন্দিরসংলগ্ন ভাঙা ও চলাচল-অযোগ্য রাস্তা মেরামতের কাজ করছে।

মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে সমন্বয় করে এসব কাজ করা হচ্ছে, যাতে ভক্ত ও সাধারণ মানুষের যানবাহন চলাচল সহজ হয় এবং দুর্গাপূজা উৎসব ও আনন্দমুখর পরিবেশে উদযাপন করা হয়।

বিএনপির মিডিয়া সেলের ফেইসবুক পেইজে এ তথ্য জানানো হয়।