বাসস
  ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৩

ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধ দেশ গড়তে চায় বিএনপি : এমরান সালেহ প্রিন্স

বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স দুর্গাপূজা উদযাপন কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময় করেন। ছবি: বাসস

ময়মনসিংহ, ২৫ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : ধর্ম, বর্ণ, ভাষা ও সংস্কৃতি নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে একটি ঐক্যবদ্ধ দেশ ও জাতি গড়তে চায় বিএনপি। 

বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বুধবার ময়মনসিংহের ধোবাউড়া ডাকবাংলোয় উপজেলা দুর্গাপূজা উদযাপন কমিটির নেতাদের সঙ্গে আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে এক মতবিনিময় সভায় এ কথা বলেন।

এ সময় হিন্দু ধর্মাবলম্বীদের প্রতি শুভেচ্ছা জানিয়ে প্রিন্স বলেন, দুর্গাপূজা ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে উদযাপন করা হোক, এটাই বিএনপির প্রত্যাশা। নির্বিঘ্নে পূজা উদযাপনে তার দল সর্বাত্মক সহযোগিতা করবে বলেও তিনি আশ্বাস দেন।

তিনি আরও বলেন, বিএনপি ধর্মীয় মূল্যবোধ ও স্বাধীনতায় বিশ্বাসী এবং ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’ নীতিতে বিশ্বাসী। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও ধর্ম, বর্ণ, ভাষা ও সংস্কৃতি নির্বিশেষে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ দেশ গড়তে চান। এজন্য তিনি সকলকে তারেক রহমানের পাশে থেকে সহযোগীতার আহবানও জানান ।

মতবিনিময় সভায় ধোবাউড়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র বিশ্বাস, সাধারণ সম্পাদক দিলীপ কুমার চন্দ্র, মিনতি শীল, ঝুমা রাণী সরকার, সঞ্জিৎ সরকার, বিমল চন্দ্র গুফ, হাজং বিনয় রায়, সাবেক উপজেলা চেয়ারম্যান মফিজ উদ্দিন, উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আজহারুল ইসলাম কাজল, আনিসুর রহমান মনিক ও মোয়াজ্জেম হোসেন খান লিটন বক্তব্য দেন। সভায় উপজেলার ৩৫টি পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।

বিএনপির মিডিয়া সেলের ফেইসবুক পেইজে এ তথ্য জানানো হয়।