শিরোনাম
কিশোরগঞ্জ, ২৪ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার বিকেলে উপজেলার পুলেরঘাট বাজারে আদালত পরিচালনা করা হয়।
আদালত সূত্রে জানা গেছে, উপজেলার পুলেরঘাট বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার ও মিষ্টান্ন প্রস্তুত করা এবং লাইসেন্স ও মূল্য তালিকা না থাকায় ভোক্তা হোটেল নিরিবিলিসহ দুইটি মিষ্টির দোকান ও একটি মুদি দোকানকে মোট ২৩ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে পাকুন্দিয়া থানা পুলিশ মোবাইল কোর্টকে সহযোগিতা করেছে।
পাকুন্দিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত জাহান বলেন, আমরা জনস্বার্থে নিয়মিত বাজার মনিটরিং করছি। খাদ্যে ভেজাল, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত কিংবা মূল্য তালিকা ছাড়া বিক্রি-এসব অনিয়মের বিরুদ্ধে কেউ ছাড় পাবে না। এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে।