শিরোনাম
যশোর, ২৩ সেপ্টেম্বর ২০২৫ (বাসস): যশোরের বেনাপোল থেকে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, কসমেটিক্স ও ওষুধসহ একটি কার্গো ট্রাক জব্দ করেছে বিজিবি।
এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। জব্দকৃত পণ্যের বাজার মূল্য আড়াই কোটি টাকা বলে জানা গেছে।
আটককৃতরা হলেন, ট্রাকচালক মাগুরার হাজী রোড কলেজপাড়ার নাদের মোল্যার ছেলে আব্দুল মালেক (৪৬) ও হেলপার একই জেলার শিবরামপুর পাড়ার শুশান্ত কর্মকারের ছেলে অন্তর কর্মকার (২৯)।
এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় মামলা করা হয়েছে। জব্দকৃত পণ্যসহ আটকদের একই থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজিবি জানিয়েছে।
যশোর বিজিবি’র (৪৯ ব্যাটালিয়ন) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, গোপন তথ্যের ভিত্তিতে সোমবার রাত ১২টার দিকে বিজিবি’র একটি টহল টিম বেনাপোলের ভবেরবেড় ট্রাক টার্মিনালের সামনে থেকে একটি কার্গো ট্রাক (ঢাকা মেট্রো-ট-২২-৭৫৬৬) জব্দ করে।
পরে ‘মাগুরা কার্গো সার্ভিস’-এর এ কার্গো ট্রাকটি তল্লাশি করে এক হাজার ৪৭৬টি ভারতীয় শাড়ি, ২১৫টি থ্রি পিস, ১০ হাজার ৬৯৩ পিস বিভিন্ন ধরণের ভারতীয় ওষুধ, ৭৪ হাজার ৪৫৫ পিস বিভিন্ন ব্রান্ডের ভারতীয় কসমেটিক্স ও মোটরসাইকেলের কয়েকটি টায়ার উদ্ধার করা হয়।
বিজিবি অধিনায়ক বলেন, বৈধ কাগজপত্র দেখাতে না পারায় ভারতীয় এসব পণ্যসহ কার্গো ট্রাকটি বেনাপোল বিওপিতে নেওয়া হয়। উদ্ধার হওয়া পণ্যের সিজার মূল্য দুই কোটি পঞ্চান্ন লাখ একষট্টি হাজার টাকা।