বাসস
  ২২ সেপ্টেম্বর ২০২৫, ১৪:১৪

ঝিনাইদহে সেলাই মেশিন ও কৃষি উপকরণ বিতরণ

কৃষকের মাঝে সেলাই মেশিন ও স্প্রে মেশিন বিতরণ করা হয়। ছবি: বাসস

ঝিনাইদহ, ২২ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : জেলায় অসচ্ছল নারী ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সেলাই মেশিন ও স্প্রে মেশিন বিতরণ করা হয়েছে।

উন্নয়ন সহায়তা প্রকল্পের (পিবিজি) আওতায় আজ সোমবার ১ টার দিকে সদর উপজেলার সাধুহাটি ইউনিয়নের ১৫ জন নারী ও ২০ জন কৃষকের মাঝে এসব উপকরণ বিতরণ করা হয়। সাধুহাটি ইউনিয়ন পরিষদ চত্বরে সাধুহাটি ইউপি চেয়ারম্যান কাজী নাজির উদ্দিন এসব উপকরণ বিতরণ করেন। 

এসময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন পরিষদের সচিব রমজান আলী, ইউপি সদস্য মনশাদ আলী, মোহাম্মদ আলী, আনারুল ইসলাম, শফিকুল ইসলাম, নাজির উদ্দিন, মতিয়ার রহমান মালিতা প্রমুখ।

উন্নয়ন সহায়তা প্রকল্পের (পিবিজি) আওতায় ইউনিয়নের অসচ্ছল নারীদের সাবলম্বী করার লক্ষ্যে ১৫টি সেলাই মেশিন দেয়া হয়েছে। এ ছাড়া প্রান্তিক কৃষকদের সহায়তায় বিনামূল্যে উন্নতমানের স্প্রে মেশিন দেয়া হয়।