বাসস
  ২২ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০
আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩১

মুন্সীগঞ্জে মাদকবাহী পিকআপসহ ২ জন গ্রেফতার

টংগিবাড়ীতে ১২ কেজি গাঁজাসহ দুইজন গ্রেফতার। ছবি: বাসস

মুন্সীগঞ্জ, ২২ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): জেলার টংগিবাড়ীতে জেলা গোয়েন্দা পুলিশ ১২ কেজি গাঁজাসহ  মো. লোকমান হোসেন (২৯) এবং মো. রুহুল আমীন (৩১) কে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতরা হলেন, হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার দক্ষিণ বেজুরা গ্রামের  আব্দুল মালেক মিয়ার পুত্র মো. লোকমান হোসেন এবং একই এলাকার মো. হারুন মিয়ার পুত্র মো. রুহুল আমীন।

পুলিশ জানায়, গতকাল রোববার সন্ধ্যা ৭ টায় জেলা গোয়েন্দা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে টংগিবাড়ী থানাধীন বেতকা এলাকায়  অভিযান পরিচালনা করে। অভিযানকালে বেতকা ব্রিজের উপর থেকে মাদক কারবারী  মো. লোকমান হোসেন  এবং মো. রুহুল আমীনকে  ১২ কেজি গাঁজাসহ গ্রেফতার করে। এ সময় মাদকদ্রব্য বহনের কাজে ব্যবহৃত একটি পিকআপ (ঢাকা মেট্রো নং ১৯-৯৮১৯) জব্দ করে পুলিশ।

জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. ইসতিয়াক রাসেল মাদকসহ ২ জনের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান টংগিবাড়ী থানায় মাদক আইনে তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।