শিরোনাম
জামালপুর, ২২ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে।
বালিজুড়ী বাজারে লিফলেট বিতরণ কর্মসূচিতে রোববার প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল। এসময় সর্বস্তরের মানুষের কাছে লিফলেট বিতরণ করা হয়।
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মনজুর কাদের বাবুল খান, পৌর বিএনপির সভাপতি আলহাজ আব্দুল গফুর, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন, সিনিয়র সহ সভাপতি আব্দুল মান্নান, পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি রকিব লিটন, উপজেলা যুগ্ম সম্পাদক জিয়াউর রহমান জিয়া, সাংগঠনিক সম্পাদক শাহ মজনু ফকির, হাফিজুর রহমান সাকুসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা।
বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেইজে এ তথ্য প্রকাশ করা হয়।