শিরোনাম
ফেনী, ২০ সেপ্টেম্বর, ২০২৫(বাসস): ছোট ফেনী নদীর ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে মিনি ম্যারাথন ও মানববন্ধন করেছে জেলার দাগনভূঞা ও সোনাগাজী উপজেলার বাসিন্দারা। আজ শনিবার ভোর ৬টার দিকে সোনাগাজী উপজেলার চরমজলিশপুর ইউনিয়নের তালতলী থেকে শুরু হওয়া ম্যারাথনে এলাকার বিভিন্ন বয়সী বাসিন্দারা অংশ নেন। ‘নদী ভাঙন রোধে, হাঁটি একসাথে’ স্লোগান নিয়ে এ মিনি ম্যারাথনের আয়োজন করে স্থানীয় সামাজিক সংগঠন পরিবর্তন ক্লাব।
ম্যারাথন শেষে অংশগ্রহণকারীরা দাগনভূঞা পৌর শহরের আতাতুর্ক স্কুল মার্কেটের সামনে মানববন্ধনে মিলিত হন। সেখানে এক শান্তিপূর্ণ সমাবেশের আয়োজন করা হয়। আয়োজক সংগঠন পরিবর্তন ক্লাবের সভাপতি জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন স্থানীয় ইউপি সদস্য ওমর ফারুক, ভুক্তভোগী আবুল কাশেম, পরিবর্তন ক্লাবের সাবেক সভাপতি ব্যাংকার মাহফুজুর রহমান সজিব, দৈনিক সমকালের ফেনী প্রতিনিধি ইমাম হাসান কচি, সংগ্রামের প্রতিনিধি এম এ তাহের, নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর উপজেলা সাধারণ সম্পাদক এমএম রহমান সোহেল।
জাহাঙ্গীর হোসেন বলেন, মুছাপুর ক্লোজার ভেঙ্গে যাওয়ায় ১১২ কিলোমিটার নদীপাড় ভেঙ্গে জলপথ, স্কুলকলেজ, বসতভিটা সবকিছু আস্তে আস্তে বিলীন হচ্ছে। মানুষের সভ্যতা, সংস্কৃতি ও স্বপ্ন বিলীন হয়ে যাচ্ছে। নদী শাসন করা হলেও সমস্যা সমাধানের জন্য স্লুইসগেট নির্মাণ জরুরি। তিনি দ্রুততম সময়ের মধ্যে আক্রান্ত এলাকায় স্লুইসগেট নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও ক্লাবের সদস্য সচিব আব্বাস উদ্দিন আনাস বলেন, নদী ভাঙন কবলিত এলাকার বাসিন্দাদের মধ্যে আমিও একজন। চব্বিশের বন্যায় যতটুকু ক্ষতিগ্রস্ত হইনি মুসাপুর ক্লোজারের কারণে তার চেয়ে বেশি ক্ষতির শিকার হচ্ছি। বন্যার পরে পুনর্বাসন করা হলেও এখন বিষয়টির দিকে কেউ নজর দিচ্ছে না। মানুষ জন্মভূমি হারাচ্ছে। শৈশবের বেড়ে ওঠার স্মৃতি হারিয়ে ফেলছে। তাই নদী ভাঙন রোধে দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে হবে।
এম এ তাহের বলেন, নদী ভাঙনে দাগনভূঞার মানচিত্র পরিবর্তন হয়ে যাচ্ছে। জগতপুর, মমারিজপুরসহ প্রত্যন্ত অঞ্চলগুলো গ্রাস করে নিচ্ছে নদী। প্রতিকারের জন্য অনতিবিলম্বে সরকারি উদ্যোগ জরুরি।
ইমাম হাসান কচি বলেন, বাড়িঘর রক্ষা করুন, জীবন রক্ষা করুন। মমারিজপুর রাস্তা বিলীন হয়েছে। চোখের সামনে মুহূর্তে বিলীন হচ্ছে বাড়িঘর। তালতলী বাজার, মিয়াজীর ঘাট, ফাজিলের ঘাট স্কুল বিলীনের পথে। মুছাপুর ক্লোজার তিন জেলার মরণ ফাঁদে পরিণত হয়েছে। এর দ্রুত প্রতিকার চাই।