বাসস
  ২০ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৪

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লার লাকসামে বিএনপির মতবিনিময়

দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সঙ্গে লাকসাম উপজেলা বিএনপির মতবিনিময় সভা ।ছবি: বাসস

কুমিল্লা, ২০ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সঙ্গে জেলার লাকসাম উপজেলা বিএনপির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প বিষয়ক সম্পাদক ও লাকসাম উপজেলার সভাপতি আবুল কালাম গতকাল উপজেলার বাকই দক্ষিণ ইউনিয়নে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন।

এসময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখার লিফলেট বিতরণ করেন। পাশাপাশি শারদীয় দুর্গাপূজাকে নির্বিঘ্ন ও উৎসবমুখর করতে সর্বাত্মক সহায়তার আশ্বাস দেন।

সভায় লাকসাম উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।

বিএনপির মিডিয়া সেলের ফেইসবুক পেইজে বিষয়টি জানানো হয়।